20 June 2010

হবিগঞ্জে শিবির নেতাকে গণধোলাই

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচং জনাব আলী কলেজে শনিবার দুপুরে জোর করে ছাত্রীদের ভর্তি ফরম কেড়ে নিতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহবুবুর রহমান।

প্রত্যক্ষদর্শী কলেজছাত্র শফিক আহমেদ জানান, দুপুরে জনাব আলী কলেজে প্রথম বর্ষে ভর্তি ফরম বিতরণ ও পূরণ চলছিল। এ সময় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহবুবুর রহমান দুই ছাত্রীর ফরম জোর করে কেড়ে নেয়। মাহবুব চাইছিলেন ছাত্রশিবিরের তত্ত্বাবধানে তারা ফরম পূরণ করুক। এরই মধ্যে ফরম কেড়ে নেওয়ার বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্র ও কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবির সভাপতিকে বেধড়ক মারধর করেন। তাঁকে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিপন চৌধুরী বলেন, 'শিবির সভাপতি জোর করে ছাত্রীদের ফরম কেড়ে নেন। এতে সাধারণ ছাত্ররা উত্তেজিত হয়ে তাঁকে ধোলাই দিয়েছে।'

অন্যদিকে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাহবুবুর রহমান বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন