নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ০৯-০৬-২০১০
চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহাম্মদ মহসীন কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হতে ইচ্ছুকদের ফরমের সঙ্গে ছাত্রশিবিরের প্রসপেক্টাস কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২০ টাকা দামের এ প্রসপেক্টাসে শিবিরের লক্ষ্য, উদ্দেশ্য ও পাঁচ দফা কর্মসূচির বর্ণনা রয়েছে। ফরম বিতরণের প্রথম দিন গত রোববার থেকে দুটি কলেজে এই প্রসপেক্টাস দেওয়া হচ্ছে।
জানা গেছে, চট্টগ্রাম কলেজে প্রথম দুই দিন প্রায় তিন হাজার ফরম বিতরণ করা হয়। মহসীন কলেজেও দুই দিনে প্রায় আড়াই হাজার ফরম বিতরণ করা হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির। এ কলেজ থেকে অনলাইনে ফরম সংগ্রহ করে জমা দিতে হয়। অভিযোগ পাওয়া গেছে, জমা দেওয়ার সময় শিবির ২০ টাকার প্রসপেক্টাস ছাত্রদের ধরিয়ে দিচ্ছে।
সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির বলেন, ‘আমি কলেজে নোটিশ টাঙিয়ে দিয়েছি, যাতে কেউ কোনো ধরনের প্রসপেক্টাস না কেনে। তারপরও যদি তারা এই কাজ করে থাকে তাহলে কী করা যায়? এখন ছাত্রদের সচেতন হতে হবে।’
No comments:
Post a Comment
মন্তব্য করুন