7 June 2010

কুমিল্লায় পুলিশের বাধায় শিবিরের অনুষ্ঠান পণ্ড


নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা | তারিখ: ০৭-০৬-২০১০


কুমিল্লায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য গতকাল রোববার ইসলামী ছাত্রশিবির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। পুলিশ বলেছে, অনুমতি না নেওয়ায় তারা ওই অনুষ্ঠান হতে দেয়নি।

জানা গেছে, ছাত্রশিবিরের কুমিল্লা জেলা শাখা গতকাল রোববার শহরের কান্দিরপাড়ের লাকসাম সড়কে রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। কিন্তু সকাল সাড়ে নয়টায় পুলিশ সেখানে গিয়ে অনুষ্ঠান বন্ধ করে দেয়। এ নিয়ে শিবিরের নেতাদের সঙ্গে পুলিশের বাগিবতণ্ডা হয়।
ছাত্রশিবিরের কুমিল্লা শহর শাখার সভাপতি মো. নাছির আহম্মেদ মোল্লা বলেন, ওই কমিউনিটি সেন্টার কোনো সরকারি স্থাপনা নয়। তাই তাঁরা পুলিশের অনুমতি নেননি।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, যেকোনো রাজনৈতিক দল বা সংগঠন অনুষ্ঠান করতে গেলে পুলিশের অনুমতি নেয়। কিন্তু শিবির নেয়নি।

No comments:

Post a Comment

মন্তব্য করুন