6 June 2010

ফরিদপুরে জামায়াতের বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিপেটা



ফরিদপুর অফিস | তারিখ: ০৬-০৬-২০১০


ফরিদপুর শহরে আজ রোববার সকালে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে পাঁচজন আহত হয়েছে বলে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে। সকাল নয়টার দিকে শহরের মুজিব সড়কে দমকল বাহিনীর অফিসের সামনে এ ঘটনা ঘটে।

জেলা জামায়াতের আমির দেলোয়ার হোসেন জানান, ঢাকায় জামায়াতের মহাসমাবেশস্থলে ১৪৪ ধারা জারির প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়। তিনি দাবি করেন, শহরের জনতা ব্যাংকের মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি দমকল অফিসের সামনে এলে একদল পুলিশ মিছিলের পেছনের দিকে লাঠিপেটা শুরু করে। এ ঘটনায় জামায়াতের তিন রোকন সদস্য—শামীম আতাহার (৪৬), তোফাজ্জেল হোসেন (৫৫), মো. মোহসীন (৫৮) এবং জেলা শিবিরের সাধারণ সম্পাদক মো. ফারুক (২৬) ও শিবির কর্মী জুবায়ের হোসেন (২৫) আহত হন। আহতদের ফরিদপুর ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, জামায়াত একটি বিক্ষোভ মিছিলের উদ্যোগ নিলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। তবে এ ঘটনায় কারও আহত হওয়ার খবর তাঁর জানা নেই।

No comments:

Post a Comment

মন্তব্য করুন