4 June 2010

রাতের আঁধারে কুশপুত্তলিকায় আগুন দিয়েছে শিবির


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০৪-০৬-২০১০


রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপন করা ছাত্রশিবিরের তিনটি কুশপুত্তলিকা বুধবার রাতে পুড়িয়ে ফেলা হয়েছে। ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ওই কুশপুত্তলিকাগুলো পুড়িয়ে ফেলেছেন বলে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা অভিযোগ করেছেন ।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দায়িত্বরত নৈশপ্রহরী শহীদুল ইসলাম জানান, বুধবার রাত পৌনে ১২টায় পাঁচ-ছয়টি মোটরসাইকেলযোগে ১২ থেকে ১৫ জন অজ্ঞাত ব্যক্তি প্রশাসনিক ভবনের সামনে আসে। এরপর তারা সেখানে ছাত্রলীগের উদ্যোগে স্থাপন করা শিবিরের একটি কুশপুত্তলিকায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। একইভাবে তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্থাপন করা অপর একটি কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয় বলে উল্লেখ করেন সেখানকার নৈশপ্রহরী আবদুল কাদের ও জহুরুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে দায়িত্বে থাকা নৈশপ্রহরী আবদুস সালাম জানান, মোটরসাইকেলযোগে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি সেখানে এসে ছাত্রশিবিরের একটি কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে দেয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বলেন, বুধবার রাতেই এসব ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলসহ ক্যাম্পাসে তাঁরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের তিনটি কুশপুত্তলিকা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সহকারী প্রক্টর মুসতাক আহমেদ বলেন, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করা হয়েছে।

ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।

No comments:

Post a Comment

মন্তব্য করুন