2 June 2010

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও শিবির সংঘর্ষে আহত ৮



শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০২-০৬-২০১০


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত্রিবিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসে সিট দখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে উভয় সংগঠনের আট নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে নোমান আহমদ নামে আঞ্জুমানে তালামিজের এক কর্মীও রয়েছেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গতকাল দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের একটি বাসে সিট রাখাকে কেন্দ্র করে শিবির কর্মী রিপনের সঙ্গে ছাত্রলীগের কর্মী আশরাফ ও ওয়াসিমের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রিপনের নেতৃত্বে কয়েকজন শিবিরের নেতা-কর্মী বাস আটকিয়ে স্ট্যান্ডের সামনে অবস্থান নেন। এ সময় উভয় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আটজন নেতা-কর্মী আহত হন। আহত ছাত্রলীগের নেতা-কর্মীরা হলেন ওয়াসিম, রাজীব, আজগর, হারুন, জিন্নাত। অন্যদিকে শিবিরের নেতা-কর্মীদের মধ্যে আহত ব্যক্তিরা হলেন রিপন আহমেদ, মইনুল ও তানিম।
ছাত্রলীগের নেতা মোস্তাফিজুর রহমান জানান, শিবির কর্মীরা শান্ত ক্যাম্পাসকে অশান্ত করার চক্রান্ত করছেন। শিবিরের সভাপতি তোফাজ্জল হোসেন রোমেল জানান, ব্যক্তিগত কারণে এমন ঘটনা ঘটেছে।

প্রক্টর এস এম সাইফুল ইসলাম জানান, ক্যাম্পাসের পরিস্থিতি যেকোনো মূল্যে শান্ত রাখার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট রয়েছে। সংঘর্ষের ঘটনায় জড়িত ব্যক্তিদের ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

মন্তব্য করুন