29 May 2010

রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ শিবিরের বিরুদ্ধে দুই শিক্ষকের নামফলক ভাঙচুরের অভিযোগ



রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ৩০-০৫-২০১০


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকের নামফলক গত বৃহস্পতিবার রাতের আঁধারে ভাঙচুর করা হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ওই দুই শিক্ষকের নামফলক ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

যে দুই শিক্ষকের কক্ষের দরজার সামনে লাগানো নামফলক ভাঙচুর করা হয়েছে তাঁরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক এবং ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী ও অপরজন একই বিভাগের অধ্যাপক ও নাট্যকার মলয় ভৌমিক।

এম শাহ্ নওয়াজ আলী ও মলয় ভৌমিক জানান, শনিবার সকালে তাঁরা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত নিজ নিজ কক্ষের সামনে গেলে তাঁদের নামফলক ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরা অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা জড়িত। যুদ্ধাপরাধীদের বিচারে বাধার সৃষ্টি করতেই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা তাঁদের নীলনকশা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় এ ধরনের অপতৎপরতা চালাচ্ছেন। তাঁরা এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।

ক্যাম্পাসের বিভিন্ন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ১৫-১৮ জন যুবক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে গিয়ে সেখানে ছাত্রশিবিরের একটি কুশপুত্তলিকা ভাঙচুর করে। এ সময় গ্রন্থাগারের দায়িত্বরত নৈশপ্রহরী কাজিম আলী এবং নাসির উদ্দিন তাদের পরিচয় জানতে চাইলে তারা তাঁকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির এবং সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বৃহস্পতিবার রাতেই ওই দুই শিক্ষকের কক্ষের নামফলক ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ভাঙচুর করেছেন বলে দাবি করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে।

এ ব্যাপারে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন