29 May 2010

মৌলভীবাজার সরকারি কলেজঃ ছাত্রলীগ ও ছাত্রদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ আহত ১৫




মৌলভীবাজার প্রতিনিধি | তারিখ: ৩০-০৫-২০১০


মৌলভীবাজার সরকারি কলেজে গতকাল শনিবার ছাত্রলীগ ও ছাত্রদলের কর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের কর্মীদের সংঘর্ষে এক কর্মচারীসহ ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একটি চাপাতিসহ শিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কলেজে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবির পৃথকভাবে মিছিল ও সমাবেশ করে। মিছিল-সমাবেশ থেকে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকায় একপর্যায়ে ছাত্রলীগ ও ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ বেধে যায়। এ সময় লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। সংঘর্ষে ছাত্রলীগ কর্মী উজ্জ্বল, রুপশান, তপন, বাপ্পু, তুষার আহমদ চৌধুরী, মখলিছ ও সোহান; ছাত্রদলের সোহান; ছাত্রশিবিরের ইকবাল ও আবদুর রহমান; কলেজের কর্মচারী মো. ফরিদ, রিমন, জুবেল, জুয়েল ও আবুল হোসেন আহত হন। আহত ব্যক্তিরা সবাই বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের পর কলেজ ক্যাম্পাসের আশপাশ থেকে ছাত্রশিবিরের কর্মী আবদুর রাজ্জাক, মাহবুবুর রহমান, সাকিল মাহমুদ, খায়রুল ইসলাম, এমদাদুল হক ও সামাদ আহমদকে আটক করে পুলিশ।

ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক আলাউর রহমান চৌধুরী বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। এ সময় শিবির আমাদের ওপর হামলা চালায়।’ ছাত্রদল জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘ছাত্রশিবিরই প্রথমে আমাদের ওপর হামলা চালায়।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন