বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
ক্যাম্পাস খোলার আগ মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও আতঙ্ক ছড়াল ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার রাতের আঁধারে তারা ক্যাম্পাসে মোটরসাইকেলে চড়ে মহড়া দিয়েছে। ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ছাত্রলীগের স্থাপন করা 'আমি শিবির, আমাকে থুথু নিক্ষেপ করুন' শীর্ষক একটি কুশপুত্তলিকা। এ সময় পরিচয় জানতে চাইলে গ্রন্থাগারের নৈশপ্রহরীদের হত্যা করার হুমকি দেয় শিবিরকর্মীরা। পরে তারা পুলিশের সামনে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে নিরাপদে বেরিয়ে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ই-মেইলে পাঠানো বার্তায় পুলিশি হয়রানি বন্ধ না করা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ছাত্রশিবিরের নামে হুমকি দেওয়া হচ্ছিল। এ ছাড়া ৪৫ দিনের গ্রীষ্মাবকাশ শেষে আগামী ১ জুন বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে। এ অবস্থায় শিবির ক্যাডাররা এ মহড়া দিল।
প্রত্যক্ষদর্শী কয়েকজন কর্মচারী, সাধারণ ছাত্র মহড়া প্রদানকারীদের ছাত্রশিবির কর্মী বলে শনাক্ত করেন। তবে তাঁরা কেউই ভয়ে নিজেদের পরিচয় দিতে চাননি।
প্রত্যক্ষদর্শী কয়েকজন কর্মচারী, সাধারণ ছাত্র জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ছয়-সাতটি মোটরসাইকেলে করে ১৫-১৬ জন যুবকের একটি দল ক্যাম্পাসে মহড়া দেয়। একপর্যায়ে তারা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসে। সেখানে তারা ছাত্রলীগ নেতা-কর্মীদের স্থাপিত শিবিরের কুশপুত্তলিকাটি ভাঙচুর করে। এ সময় গ্রন্থাগারের দায়িত্বরত নৈশপ্রহরী কাজিম আলী ও নাসির উদ্দিন তাদের পরিচয় জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে তারা প্রহরীদের হত্যা করার হুমকি দেয়। পরে তারা বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট দিয়ে পুলিশের উপস্থিতিতে নির্বিঘ্নে বেরিয়ে যায়।
নৈশপ্রহরী নাসির উদ্দিন জানান, 'ছয়-সাতটি মোটরসাইকেলে করে এসে তারা কুশপুত্তলিকা ভাঙচুর করে। এতে বাধা দিয়ে তাদের পরিচয় জানতে চাইলে তারা আমাদের মেরে ফেলার হুমকি দেয়।'
ঘটনার কিছুক্ষণ পরই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা শিবিরের মহড়ার খবর পান। তাঁরা এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে রাত ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এ ঘটনায় সাধারণ ছাত্রছাত্রীদের পাশাপাশি ছাত্রলীগ নেতা-কর্মীরাও আতঙ্কিত বোধ করছেন বলে জানান। বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ নেতা-কর্মীরা ওই বিক্ষোভ মিছিল থেকে শিবিরকে প্রতিরোধ করার জন্য সবাইকে আহ্বান জানান।
ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আউয়াল কবির জয় ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপু কালের কণ্ঠকে বলেন, শিবির বিভিন্নভাবে ক্যাম্পাসে আতঙ্ক ছড়াচ্ছে। অবিলম্বে শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বলেন, সামগ্রিক পরিস্থিতি নিয়ে পুলিশ বিভাগের সঙ্গে আলোচনা করা হচ্ছে। গেটগুলোসহ ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানো হবে বলে তিনি জানান।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, রাতের অন্ধকারে যারা ক্যাম্পাসে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছে, তাদের ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন