নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ০৪-০৪-২০১০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম কে আনোয়ার বলেছেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়নি। এখন একটি দলকে ঘায়েল করার জন্যই এ বিচার শুরু করা হয়েছে। যুদ্ধাপরাধের বিচারের নামে প্রতিহিংসার রাজনীতি করা হলে জনগণ তা মেনে নেবে না, বিএনপিও মানবে না।
গতকাল শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে ‘বিএনপির বিভাগীয় তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এম কে আনোয়ার আরও বলেন, বিএনপি যুদ্ধাপরাধের বিচার সমর্থন করে। কিন্তু তা হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিকমানের।
বর্তমান সরকারকে ব্যর্থ দাবি করে এম কে আনোয়ার বলেন, অযথা মামলা, হয়রানি ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব নয়।
সভায় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, আগামী ৫ মে রাজশাহীতে মহাসমাবেশ করে সরকার বিরোধী আন্দোলন কর্মসূচি ঘোষণা দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম, শওকত আরা, আবদুল হাই সিকদার প্রমুখ।
সভায় দলের অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন হারুন-অর-রশিদ, নাদিম মোস্তফা, রুহুল কুদ্দুস তালুকদার, আমিনুল হক, আক্তার হামিদ সিদ্দিকী, আজিজুর রহমান, মোসাদ্দেক হোসেন, রফিকুল ইসলাম, শফিকুল হক, কামরুল মনি প্রমুখ।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন