মাসুদ কার্জন
একাত্তরে মানবতাবিরোধী তৎপরতাসহ যুদ্ধাপরাধে জড়িতদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। ট্রাইব্যুনালের আওতায় তদন্ত শুরু হলেও সরকারের প থেকে সন্দেহভাজনদের ব্যাপারে করণীয় নির্ধারণ হয়নি। তবে এরই মধ্যে গোয়েন্দা সংস্থার মাধ্যমে ২৫ জনের একটি তালিকা চূড়ান্ত করে শুরু হয়েছে কড়া নজরদারি। সব বিমানবন্দর ও স্থলবন্দরে এই ২৫ জনের ছবিও সরবরাহ করা হয়েছে। তাঁদের বিদেশ গমনে কোনো নিষেধাজ্ঞা না থাকলেও স্বাভাবিকভাবে বন্দর অতিক্রমের সুযোগ নেই।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, গত সপ্তাহে ২৫ জনের ছবিসহ একটি তালিকা সরবরাহ করা হয়েছে। তবে তাঁদের আটক অথবা গ্রেপ্তারের নির্দেশনা নেই। তবে বিমানবন্দরে উপস্থিত হলে পুলিশের বিশেষ শাখাকে সঙ্গে সঙ্গে জানাতে হবে। সরকারের বিশেষ অনুমতি ছাড়া তাঁরা দেশের বাইরে যেতে পারবেন না। এ তালিকা পৌঁছার তিন দিন আগেই তালিকাভুক্ত মীর কাসেম আলী দেশের বাইরে যান।
গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, একাত্তরে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডের জন্য যাঁরা আলোচিত তাঁদের সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে প্রথমে ৩৬ জনের একটি তালিকা করা হয়েছিল। পরে অনেক যাচাই-বাছাইয়ের পর তালিকায় ২৫ জনের নাম রয়েছে। পরবর্তী সময়ে এটা আরো বড় হতে পারে।
এই ২৫ জনের মধ্যে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, চট্টগ্রাম (উত্তর) জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ভোলা সদর উপজেলার বিএনপি সভাপতি ও বিগত চারদলীয় জোট সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাজাহান, জামায়াতে ইসলামীর সাবেক নেতা ও বর্তমানে মহাজোটের শরিক জাতীয় পার্টির নেতা মাওলানা সাখাওয়াত হোসেন, জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম, জামায়াতের বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আবদুস সুবহান, নায়েবে আমির আবদুল কাদের মোল্লা, নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার অন্যতম স্বত্বাধিকারী মীর কাসেম আলী, সাতীরা জেলার আশাশুনি উপজেলার নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মো. রিয়াসাত আলী বিশ্বাস, জয়পুরহাটের আব্দুল আলীম, ঠাকুরগাঁওয়ের মাওলানা আব্দুল হাকীম, চুয়াডাঙ্গার মাওলানা হাবিবুর রহমান, সিলেটের হাবিবুর রহমান ও ফরিদ উদ্দিন চৌধুরী, খুলনা মহানগর আমির অধ্যাপক গোলাম পরওয়ার, বরিশালের ইঞ্জিনিয়ার আব্দুল জব্বার, ফরিদপুরের মাওলানা আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু, ময়মনসিংহের গফরগাঁওয়ের সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান ও হবিগঞ্জের সৈয়দ মো. কায়সার।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন