3 April 2010

জাতিসংঘের সামনে আজ বিক্ষোভ করবে প্রবাসী বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক


যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মাঠে নেমেছে প্রবাসী বাংলাদেশিরা। আজ রবিবার স্থানীয় সময় দুপুর ১টায় তারা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করবে। 'চলো চলো জাতিসংঘে চলো'_স্লোগানে প্রবাসীরা প্রচারণা চালিয়ে যাচ্ছে। এ উপলক্ষে প্রকাশ করা হয়েছে সন্দেহভাজন যুদ্ধাপরাধীদের কার্টুন-সংবলিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন। সমাবেশে ইউরোপ, আমেরিকার বিভিন্ন রাষ্ট্র, অঙ্গরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা যোগ দেবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এর আগে গত ১ এপ্রিল প্রবাসী বাংলাদেশিরা জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ করে। আয়োজকরা জানান, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের পক্ষে বিশ্ব জনমত গঠন এবং মানবতাবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করতেই তাঁরা এসব কর্মসূচি পালন করছেন।

প্রবাসী বাঙালিদের বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিদেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিার্থীরা সম্মিলিতভাবে এ সমাবেশের আয়োজক। ইন্টারনেটের নানা ওয়েবসাইট, মেইল ও ফেইসবুকে প্রবাসীরা এসব পোস্টার সরবরাহ করে নিজেদের প্রচারণা চালিয়েছে। যুক্তরাজ্য, কানাডা, ইতালিসহ বিশ্বের বিভিন্ন স্থানে অবস্থানরত বাংলাদেশিরা যুদ্ধাপরাধের বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।

বিদেশে বসবাসরত তরুণ প্রজন্মের বাঙালিরা এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ক্ষেত্রে এগিয়ে এসেছেন। লন্ডনে বসবাসরত তরুণ লেখকরাও পিছিয়ে নেই।

কানাডা থেকে কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল বলেন, 'এখানে অবস্থানরত বাঙালিরা যুদ্ধাপরাধীদের বিচারের দাবির প্রতি জোর সমর্থন জানিয়েছে। আমরা একাত্তরের ঘাতকদের বিচার দেখতে উন্মুখ হয়ে আছি।'

কানাডা প্রবাসী শাহানা আকতার মহুয়া বলেন, 'যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আমরা কানাডায় এখন সোচ্চার।'

যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী মাসুদা আকতার মণি কালের কণ্ঠকে বলেন, 'যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্য থেকেই বাঙালিরা এ সমাবেশে যোগ দেবে।'

প্রবাসী বাঙালিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা গত ১ এপ্রিল নিউইয়র্কে জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ কর্মসূচি পালন করে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন এতে অংশ নেন। এ ছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরীসহ অন্য নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেতারা বলেন, একাত্তরের ঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আন্তর্জাতিক পর্যায়ে জামায়াত-শিবিরের অপতৎপরতার প্রতিবাদে রবিবার বিকেলে জাতিসংঘের সামনে সমাবেশে মুক্তিযুদ্ধের পরে সবাই অংশ নেবে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন