ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তে গঠিত সংস্থার প্রধান আব্দুল মতিন মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় মদদদানকারী ইসলামী ছাত্রসংঘের কর্মী ছিলেন বলে অভিযোগ করেছেন সরকারের নীতিনির্ধারকদের একজন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ শুক্রবার এ বিষয়ক এক আলোচনা সভায় বলেন, "প্রধান তদন্ত কর্মকর্তা ইসলামী ছাত্র সংঘের একটি কলেজ শাখার সভাপতি পদের জন্য মনোনীত প্রার্থী ছিলেন। তিনি এ কমিটির প্রধান হওয়ার বিচারের অবস্থা কী দাঁড়াবে, তা নিয়ে আমাদের সিরিয়াসলি ভাবতে হবে।"
এ বিষয়ে মতিনের বক্তব্য জানতে তার মুঠোফোনে কথা বলার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।
জামায়াতে ইসলামী সমর্থক ইসলামী ছাত্র শিবিরের পূর্বসূরি সংগঠন ইসলামী ছাত্র সংঘ। যুদ্ধকালে ছাত্রসংঘের কর্মীদের নিয়ে গঠিত আল-বদর বাহিনীর বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পেশাজীবীদের হত্যার অভিযোগ রয়েছে।
একাত্তরের মানবতার বিরুদ্ধে অপরাধের বিচারে গত ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠন করে সরকার। সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মতিনের নেতৃত্বে গঠিত হয় সাত সদস্যের তদন্ত সংস্থা।
মতিনের বিরুদ্ধে অনাস্থা এনে তদন্ত সংস্থার এক সদস্য কাজে যোগ দেননি জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, তাকে বোঝানোর চেষ্টা চলছে।
তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেল নিয়ে সৃষ্ট বিতর্ক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরে এর গ্রহণযোগ্য সমাধানের আশ্বাসও দেন উপদেষ্টা।
যুদ্ধাপরাধীরা প্রশাসনের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে মন্তব্য করে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে আলাউদ্দিন বলেন,"তারা প্রতিটি পদে বাধার সৃষ্টি করছে। এমনকি ছোট একটি প্রজ্ঞাপন জারির ক্ষেত্রেও তারা বাধার সৃষ্টি করছে।"
যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলার ক্ষেত্রে বিদেশে মিশনগুলোকে ভালোভাবে সক্রিয় করা হয়নি বলেও মনে করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
সরকারের তৎপরতায় ঢিলেমি যাতে না আসে সে জন্য চাপ অব্যাহত রাখতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
তদন্ত কমিটি ও আইনজীবি প্যানেল দুর্বল ও ক্রটিপূর্ণ হয়ে থাকলে তা প্রধানমন্ত্রীকে খতিয়ে দেখে পুনর্গঠনের অনুরোধ করেন মহাজোট শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
মিডিয়া হাউজ ভিশন ২৪ আয়োজিত 'ইসলাম, আইন ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুদ্ধাপরাধীদের বিচার' শীর্ষক ওই গোলটেবিল আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, জাতীয় পার্টির (এরশাদ) সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাবেক মন্ত্রী জাফর ইমাম, বিএনপির সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান, সাবেক রাষ্ট্রদূত ওয়ালিউর রহমান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, সাংবাদিক নঈম নিজাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৬২৫ ঘ.
No comments:
Post a Comment
মন্তব্য করুন