নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ৩০-০৪-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের নৃশংস হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৫ শিবির ক্যাডারকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় নগরের মতিহার থানায় দায়ের করা মামলায় ২১ এপ্রিল উচ্চ আদালত থেকে তারা জামিন পায়।
গতকাল বৃহস্পতিবার জামিনের নথিপত্র রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে আজ সকালে তাদের ছেড়ে দেওয়া হয়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি গভীর রাতে সশস্ত্র শিবির ক্যাডাররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে হত্যা করে ম্যানহোলের মধ্যে লাশ ফেলে দেওয়া হয় এবং পায়ের রগ কেটে দেওয়া হয় চারজনের। এ ঘটনায় রাজশাহীসহ সারা দেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় দুই শতাধিক জামায়াত-শিবির নেতা-কর্মীকে। এদের মধ্যে এই ২৫ শিবির ক্যাডার প্রথম মুক্তি পেল।
http://prothom-alo.com/detail/date/2010-04-30/news/60185
No comments:
Post a Comment
মন্তব্য করুন