5 April 2010

হাসিনাকে নিজামী বললেনঃ আপনার সোনার ছেলেরা নয়, ডিজিটাল দেশ গড়বে শিবির




নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৫-০৪-২০১০


আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ায় ইসলামী ছাত্রশিবির নিয়ামকের ভূমিকা পালন করবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। এ ব্যাপারে মানবসম্পদ তৈরিতে শিবিরের ভূমিকাকে মূল্যায়ন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল রোববার বিকেলে বড় মগবাজারের দলীয় আল-ফালাহ্ মিলনায়তনে ছাত্রশিবির আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে নিজামী এ কথা বলেন। এ সময় তিনি ছাত্রশিবিরের কর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানান।

আওয়ামী লীগ সমর্থিত ছাত্রলীগের দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর উদ্দেশে নিজামী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ যদি সত্যিই গড়তে চান, তাহলে আপনার সোনার ছেলেদের দিয়ে এটা সম্ভব নয়। ডিজিটাল বাংলাদেশ হবে জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিয়ামক শক্তি হিসেবে ভূমিকা পালন করবে ছাত্রশিবির।’

নিজামী আরও বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করতে চাই, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ছাত্রশিবিরের গঠনমূলক কার্যক্রমের মূল্যায়ন ইতিবাচকভাবে দেখার চেষ্টা করুন।’

এর আগে গত ৮ মার্চ নিজামী অন্য একটি আলোচনা সভায় ছাত্রশিবিরসহ সব ছাত্রকেই ‘সন্তানতুল্য’ মনে করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন নিজামী। সম্প্রতি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানসহ একাধিক উপলক্ষে বঙ্গবন্ধুরও প্রশংসা করতে দেখা গেছে তাঁকে। গত ২৮ মার্চ ও তার আগে ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিহত দুই ছাত্রের জন্য এ দোয়া অনুষ্ঠান আয়োজন করে শিবির।

সভাপতির বক্তব্যে শিবিরের সভাপতি রেজাউল করিম সরকারকে উদ্দেশ করে বলেন, ‘যদি মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হয়, তাহলে গত ১৫ মাসে ছাত্রলীগ যে অপকর্ম করেছে, তা ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করুন।’ তিনি আরও বলেন, ‘শিবিরের শৃঙ্খলাকে দুর্বলতা মনে করবেন না। আমাদেরও ধৈর্যের সীমা আছে।’ শিবিরের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাস অব্যাহত থাকলে মহাসমাবেশ ডেকে সরকারবিরোধী আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সাবধান করে দেন সভাপতি।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন