রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০৯-০৩-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ছাত্রশিবির নিয়ন্ত্রিত কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে ককটেল, লোহার রড, লাঠিসোটা ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন হলের ১৬টি কক্ষে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করে। পরে কক্ষগুলো সিলগালা করে দেওয়া হয়।
তল্লাশি শেষে লতিফ হলের প্রাধ্যক্ষ মজিবুল হক আজাদ খান সাংবাদিকদের জানান, হল শাখা ছাত্রশিবিরের সভাপতি হাসমত আলী ওরফে লিটনের কক্ষ (২০৩) থেকে একটি ককটেল, হলে অবস্থানকারী ছাত্রলীগের নয় কর্মীর নামের তালিকা, শতাধিক জিহাদি ও ইসলামি বই এবং বিভিন্ন দলিলপত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা দলিলপত্রের মধ্যে স্থানীয় পুলিশ, বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকদের নামের তালিকাও পাওয়া গেছে। অন্য কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে কয়েক শ জিহাদি বই, ১৪টি লোহার রড ও পাইপ, বেশ কিছু লাঠিসোটা পাওয়া গেছে। প্রাধ্যক্ষ বলেন, ‘যারা এসব বেআইনি জিনিসপত্র হলে মজুদ রেখেছিল, তাদের বিরুদ্ধে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন