নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম | তারিখ: ২৩-০৩-২০১০
চট্টগ্রাম নগরের ঘাটফরহাদবেগ এলাকা থেকে গতকাল সোমবার রাতে সন্দেহভাজন ছয়জন ছাত্রশিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একটি বহুতল ভবনের ছাদে বসে গোপনে বৈঠক করার সময় কোতোয়ালি থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে কিছু ধর্মীয় বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তার যুবকেরা হলেন, ইশতিয়াক রেজা ওরফে রিজভী, মো. মইনুল হোসেন ওরফে রূপক, মো. মঈনুদ্দীন, মোস্তফা আরাফ, মোজাম্মেল হোসেন ওরফে সবুজ এবং রাশেদ চৌধুরী। তাঁদের প্রত্যেকের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
পুলিশ ধারণা করছে, গ্রেপ্তার হওয়া যুবকেরা জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। তবে তাঁরা শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করছেন না।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন