নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৩-০৩-২০১০
সাংবাদিক ও আলেমদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খানের সাম্প্রতিক একটি বক্তব্য নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের প্রতি এবং ওই বক্তব্যের পর কয়েকজন আলেম নিজামীর কুশপুত্তলিকা পোড়ানোয় তিনি এ ক্ষোভ জানান।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ওলামা সমাবেশে নিজামী সাংবাদিকদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। গত বুধবার একই স্থানে ছাত্রশিবির আয়োজিত সিরাতুন্নবী (সা.)-এর আলোচনায় রফিকুল ইসলাম খান বলেছিলেন, ‘ইসলামের দাওয়াত দেওয়ার সময় মহানবী (সা.)-এর বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র হয়েছে। তেমনি আজ বাংলাদেশে নিজামীর বিরুদ্ধেও মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হচ্ছে।’ বেশ কয়েকটি পত্রিকা এই খবরের শিরোনাম হিসেবে ছেপেছিল ‘মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা’। এ সংবাদ প্রকাশের পর ওলামা-মাশায়েখ সংহতি পরিষদ নিজামীর কুশপুত্তলিকা পোড়ায়।
গতকাল ওলামা সমাবেশে নিজামী বলেন, ‘যাঁরা সাংবাদিকতার সব নৈতিকতা পরিহার করে এমন নিউজ তৈরি করেছেন, তাঁরা হয়তো সুখ সুখ অনুভব করেছেন। একটা পত্রিকা নিউজ করেছে, রফিকুল ইসলামের কথা শুনে নাকি সাংবাদিকেরা ক্ষোভে ফেটে পড়েছেন।...আমি সব খবর পড়েছি। হেডিং করেছেন যেটা নিয়ে, নিউজের সঙ্গে তার হুবহু মিল নেই। আমাদের দেশের মানুষের সময় নেই, অনেক সময় শুধু হেডিং পড়েন। মানুষকে খেপিয়ে তোলার জন্যই এটা করেছেন।’ তিনি বলেন, ‘যাঁরা তুলনা নামে চালিয়েছেন তাঁরা হয় অজ্ঞ, গণ্ডমূর্খ; নইলে চরম জ্ঞানপাপী। তাঁদের অন্তরে ইসলামের বিরুদ্ধে আগুন জ্বলজ্বল করছে।’
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন