চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ জেলা
আওয়ামী লীগ সভাপতি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে 'আওয়ামী লীগ পরিবারের সদস্য' হিসেবে প্রত্যয়ন করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রত্যয়িত জামাল উদ্দিনের বিরুদ্ধে রাজশাহীতে শিবিরের সাম্প্রতিক সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে।
এ ঘটনায় ক্ষুব্ধ শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মীরা প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টাঙানো ব্যানার খুলে ফেলে প্রতিবাদ জানিয়েছে। ছাত্রলীগ কর্মীরা বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করলেও দলের একটি অংশ তাদের প্রকাশ্য আন্দোলনে যেতে বাধা দিচ্ছে বলে জানা গেছে।
আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা জানান, সরকারি সফরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক তিন দিনের জন্য শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে আসেন। বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউসে অবস্থান করছিলেন। তিনি গত রবিবার শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে একটি অনুষ্ঠানে যাওয়ার আগে রেস্ট হাউসে শিবিরের সাবেক নেতা জামাল উদ্দিনের প্রত্যয়নপত্রে সই দেওয়ার ঘটনা ঘটে।
শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (বর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) মনিরুল ইসলাম মান্না কালের কণ্ঠকে বলেন, 'মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোহুর আহম্মেদ সাবেক শিবির নেতা জামালের প্রত্যয়নপত্রে প্রতিমন্ত্রীর সই নিতে গেলে আমি (মান্না) প্রতিবাদ করি। প্রতিমন্ত্রীকে বলি, লিডার এটা ঠিক হচ্ছে না, সে শিবিরের নেতা। কিন্তু প্রতিমন্ত্রী উল্টো আমার প্রতি ক্ষিপ্ত হয়ে বলেন, তুমি কি আমার চেয়ে বেশি বোঝ?'
বিদ্যুৎ প্রতিমন্ত্রী মান্নাকে কক্ষ থেকে বের হয়ে যাওয়ারও নির্দেশ দেন। পরে মান্নার নেতৃত্বে ছাত্রলীগ কর্মীরা পল্লী বিদ্যুৎ কার্যালয়ের প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার খুলে ফেলে বিক্ষোভ প্রদর্শন করে।
ছাত্রলীগ সূত্র জানায়, প্রতিমন্ত্রীর দেওয়া প্রত্যয়নপত্রে লেখা আছে, 'আমি এই মর্মে প্রত্যয়ন করছি যে, মো. জামাল উদ্দিন, পিতা : ... কে চিনি। সে আওয়ামী লীগ পরিবারের সদস্য।' অথচ জামাল কানসাট কলেজ ছাত্রশিবিরের সাবেক সভাপতি। সে এখন রাজশাহীতে অবস্থান করছে এবং সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় তার সংশ্লিষ্টতা আছে। প্রতিমন্ত্রীর সুপারিশ নিতে সে রাজশাহী থেকে প্রতিমন্ত্রীর 'ঘনিষ্ঠ' বিপ্লবকে সঙ্গে নিয়ে তিন দিন আগে শিবগঞ্জে আসে।
শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রেজাউল করিম বলেন, 'ঘটনাটি দুঃখজনক। রাজনীতি করতে এসে যাদের হাতে এত দিন নির্যাতিত হয়েছি, তারাই আজ প্রতিমন্ত্রীর কাছে খুব সহজে ভিড়ে যেতে পারছে। সুবিধা নিয়ে নিচ্ছে।'
এ ব্যাপারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হকের সঙ্গে গতকাল একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। প্রতিমন্ত্রীর 'ঘনিষ্ঠ' এবং ঘটনার সময় রেস্ট হাউসে থাকা সিরাজুল হক বিপ্লব বলেন, 'ছেলেটা (জামাল) আমাদের (আওয়ামী লীগের) ভোট করেছে। সব মানুষের অতীত-ভবিষ্যৎ তো আর খোঁজ নিয়ে জানা সম্ভব নয়। সে রাজশাহী কলেজে লেখাপড়া করে। সেখান থেকে শিবিরের ঘটনায় জড়িয়ে যেতে পারে।' বিপ্লব স্বীকার করেন, তিনি শুনেছেন জামাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের সন্ত্রাসী ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন