22 March 2010

ছাত্রলীগের বিক্ষোভ, সমাবেশঃ নিজামীকে গ্রেপ্তারের দাবি ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের



নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৩-০৩-২০১০


জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ওলামা-মাশায়েখ সংহতি পরিষদ। গতকাল সোমবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় পরিষদ এ দাবি জানায়।

‘স্বাধীনতাযুদ্ধে আলবদর-রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের ভূমিকা’ শীর্ষক এ আলোচনায় সভাপতিত্ব করেন ওলামা-মাশায়েখ সংহতি পরিষদের চেয়ারম্যান ও শোলাকিয়ার ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসুদ। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ইসলামের শত্রু। তাঁদের মধ্যে ঈমানের বিন্দুমাত্রও নেই। তাঁরা মিথ্যাবাদী। আর এ কারণেই তাঁরা মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করার ঔদ্ধত্য পায়।’ তিনি জামায়াতের এই ঔদ্ধত্যের বিরুদ্ধে গ্রামে-গ্রামে ও মহল্লায়-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধের বিচারে বিলম্ব হওয়ায় জামায়াতে ইসলামী মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করার সাহস পেয়েছে। কাজেই আর দেরি না করে অবিলম্বে যুদ্ধাপরাধের বিচার শুরু করতে হবে। সরকার যদি নিজামী-মুজাহিদদের দ্রুত গ্রেপ্তার না করে, তাহলে বুঝতে হবে সরকারও তাঁদের সহযোগী। বক্তারা নিজামীকে আবু জেহেলের উত্তরসূরি হিসেবে অ্যাখ্যায়িত করেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আরিফ উদ্দিন মারুফ, এলাহী নেওয়াজ, আমিউল এহসান খান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক সাহাদাত হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, গত বুধবার মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির আয়োজিত সিরাতুন্নবী (সা.)-এর আলোচনায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম খান বলেছিলেন, ‘ইসলামের দাওয়াত দেওয়ার সময় মহানবী (সা.)-এর বিরুদ্ধে মিথ্যাচার, ষড়যন্ত্র হয়েছে। তেমনি আজ বাংলাদেশে নিজামীর বিরুদ্ধেও মিথ্যাচার ও ষড়যন্ত্র করা হচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ: আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে সমাবেশে মিলিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শেখ সোহেল রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান, বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব প্রমুখ। সমাবেশে বক্তারা নিজামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে নিজামীর কুশপুত্তলিকা পোড়ানো হয়।

বরুড়ায় কুশপুত্তলিকা দাহ: বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি জানান, মহানবী (সা.)-এর সঙ্গে নিজামীর তুলনা করার প্রতিবাদে বরুড়া উপজেলা শাখা ইসলামী ফ্রন্ট ও ইসলামী ছাত্রসেনার উদ্যোগে বরুড়া বাজারে বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে বিক্ষোভকারীরা নিজামীর কুশপুত্তলিকা পোড়ান।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন