নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৩-০৩-২০১০
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে। অর্থ দিয়ে যুদ্ধাপরাধের বিচার বন্ধের ষড়যন্ত্র চলছে। তাই ইসলামী ব্যাংক, বীমা এবং তাদের পরিচালিত বেসরকারি সংস্থাকে (এনজিও) সরকারের নিয়ন্ত্রণে আনতে হবে।
গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ১৪ দল আয়োজিত জনসভায় আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, দু-চার দিনের মধ্যেই বিশেষ আদালত (ট্রাইব্যুনাল) গঠন করা হবে। বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল হবে। এতে প্রথমে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হবে।
কামরুল ইসলাম জামায়াতের আমিরের উদ্দেশে বলেন, ‘এখানে খুনি-ঘাতকদের বিচার হবে। অথচ আপনি আগেই বলছেন নিম্ন আদালতে ফাঁসি হলে উচ্চ আদালতে যাবেন। অপেক্ষা করুন, তদন্ত শুরু হলেই বিচার-প্রক্রিয়া দেখতে পাবেন।’
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হলে দেশের পাহাড়সমান সংকট সমাধান হয়ে যাবে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন