21 March 2010

বঙ্গবন্ধুকে অবমাননাঃ নবীনগরে জামায়াত শিবিরের নেতাদের বিরুদ্ধে মামলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ২২-০৩-২০১০


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয়েছে। তথ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত বঙ্গবন্ধুর পোস্টারের ওপর শিবিরের পোস্টার সেঁটে দেওয়ায় পুলিশ গত শনিবার মামলাটি করে। পুলিশ শনিবার রাতেই এ মামলায় দৈনিক সংগ্রাম-এর নবীনগর প্রতিনিধি ও নবীনগর প্রেসক্লাবের অর্থ-সম্পাদক হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে। গতকাল রোববার তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে প্রকাশিত পোস্টার সম্প্রতি উপজেলা সদরের বিভিন্ন স্থানে সাঁটা হয়। কিন্তু গত বৃহস্পতিবার রাতে ওই সব পোস্টারের ওপর ছাত্রশিবিরের নামে ছাপানো কিছু পোস্টার সেঁটে দেওয়া হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।

এ ঘটনার প্রতিবাদে শুক্রবার যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। শনিবার নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আউয়াল বাদী হয়ে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অজ্ঞাতনামা নেতা-কর্মীদের আসামি করে রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। ওই রাতেই হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা প্রথম আলোকে বলেন, সরকারের প্রকাশিত পোস্টারের ওপর ছাত্রশিবিরের পোস্টার লাগানোয় রাষ্ট্রদ্রোহের এ মামলা করা হয়েছে।

তবে গ্রেপ্তার হওয়া হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, জামায়াতের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ষড়যন্ত্রমূলকভাবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন