21 March 2010

রাজশাহীতে উপজেলা চেয়ারম্যানসহ জামায়াতের তিন নেতা আটক




নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ২২-০৩-২০১০


রাজশাহীর পবা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেনসহ দলের তিন নেতাকে পুলিশ আটক করেছে। গতকাল রোববার রাত আটটার দিকে মহানগর জামায়াতের কার্যালয়ে অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহিংস ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়েছে।

আটক অন্য নেতারা হলেন দলের রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক ইমাজ উদ্দিন মন্ডল ও অফিস সেক্রেটারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আহসান হাবিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যার পর হেতেম খাঁ এলাকার কার্যালয়ে ১২-১৪ জনের একটি দলের বৈঠক শুরু হয়। রাত আটটার দিকে পুলিশ এসে ওই কার্যালয় ঘিরে তাঁদের আটক করে। এ সময় জামায়াতের নেতারা পুলিশকে বলেন, তাঁরা আগামী ২৬ মার্চের স্বাধীনতা দিবস সম্পর্কিত বৈঠক করছিলেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, বৈঠক চলাকালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁদের আটক করা হয়েছে। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের আটক করা হয়েছে। তাঁদের মতিহার থানায় পাঠানো হয়েছে।



খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন