26 March 2010

ফারুক হত্যা মামলাঃ রাজশাহীতে জামায়াত ও শিবিরের ছয় নেতা জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ২৬-০৩-২০১০


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের ছয় নেতার জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। ং

জানা গেছে, মহানগর জামায়াতের আমির আতাউর রহমান, সেক্রেটারি আবুল কালাম আজাদ ও বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সহ-সভাপতি রাইজুল ইসলামকে গতকাল মহানগর হাকিম আমিরুল ইসলামের আদালতে হাজির করে জামিনের আবেদন করা হলে বিচারক আবেদন নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পবা উপজেলা চেয়ারম্যান মকবুল হোসেন, মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল ও আহসান হাবিবকে রিমান্ড শেষে একই আদালতে হাজির করা হয়।

তাঁদেরও জামিনের আবেদন বিচারক নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন