26 March 2010

কামারুজ্জামানের প্রতিক্রিয়াঃ যুদ্ধাপরাধ মীমাংসিত বিষয়, রাজনৈতিক উদ্দেশ্যে সামনে আনা হয়েছে

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৬-০৩-২০১০


যুদ্ধাপরাধের বিচার-প্রক্রিয়া শুরুর ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামান গতকাল বৃহস্পতিবার রাতে বলেন, তাঁরা দলীয়ভাবে আলোচনায় বসেননি বলে দলীয় প্রতিক্রিয়া জানাতে পারছেন না। তবে ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, একটি মীমাংসিত বিষয়কে রাজনৈতিক উদ্দেশে সামনে আনা হয়েছে।

কামারুজ্জামান বলেন, ‘সে সময় আমরা যারা জামায়াতে ছিলাম না, ছাত্র ছিলাম (তিনি জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা ছিলেন), তাদের বড় যুদ্ধাপরাধী হিসেবে প্রচার করা হচ্ছে। আমাদের নিয়ে মিডিয়া ট্রায়াল করা হয়ে গেছে।’

কামারুজ্জামান দাবি করেন, তাঁরা যদি রাজনৈতিকভাবে সক্রিয় না থাকতেন অথবা আওয়ামী লীগের সঙ্গে জোট করতেন, তাহলে এই বিচার শুরু হতো না। তিনি আরও বলেন, ’৭১ সালের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল তত্কালীন জামায়াতে ইসলামীর। ৪০ বছর পর জামায়াতকে লক্ষ্য করে যেটা করা হচ্ছে, তা সমীচীন নয়।

‘বিএনপি এখনো সিদ্ধান্ত নেয়নি’: বিএনপির মুখপাত্র ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধের বিচার বিষয়ে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানানোটা সম্পূর্ণ দলীয় ব্যাপার। তবে প্রতিক্রিয়া জানানোর ব্যাপারে এখনো দল কোনো সিদ্ধান্ত নেয়নি।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন