26 March 2010

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি গোলাপ র্যাবের হাতে গ্রেপ্তার




নিজস্ব প্রতিবেদক | তারিখ: ২৬-০৩-২০১০


ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শামসুল আলম ওরফে গোলাপকে গত বুধবার দিবাগত রাতে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাতালকান্দী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত ৮ ফেব্রুয়ারি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যাসহ দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গ্রেপ্তার করা গোলাপকে গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব-১-এর কার্যালয়ে গণমাধ্যমের সামনে আনা হয়।

এ সময় সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও জনসংযোগ শাখার প্রধান কমান্ডার মো. সোহায়েল জানান, বুধবার রাত দুইটার দিকে র্যাবের গোয়েন্দা শাখার একটি দল তাঁকে গ্রেপ্তার করে। এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোলাপ অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।



খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন