নিজস্ব প্রতিবেদক, খুলনা | তারিখ: ২৬-০৩-২০১০
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ দলের তিনজন নেতার বিরুদ্ধে খুলনায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনার মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. বারেকুজ্জামান এ আদেশ দেন।
অন্য দুই নেতা হলেন জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খান। শহরের টুটপাড়া এলাকার বাসিন্দা চৌধুরী রায়হান ফরিদ গতকাল সকালে মামলাটি করেন। বাদী বলেন, ‘মহানবী (সা.)-এর সঙ্গে জামায়াতের আমির নিজামীর তুলনা করে উদ্দেশ্যমূলকভাবে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে।’
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন