নিজস্ব প্রতিবেদক, বগুড়া | তারিখ: ১৮-০৩-২০১০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে বগুড়ার কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমিরকে দিয়ে পতাকা উত্তোলন না করার দাবি জানানো হয়েছে। গতকাল বুধবার কাহালু উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক জরুরি সভায় তাঁকে স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে এ দাবি জানানো হয়েছে।
মুক্তিযোদ্ধা হোসেন আলীর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, ‘কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা তায়েব আলী একজন যুদ্ধাপরাধী। তিনি যুদ্ধের সময় অনেক অপকর্ম করেছেন। তিনি যদি স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করেন, তাহলে আমরা মুক্তিযোদ্ধারা তা মেনে নিতে পারি না।’
গত রোববার কাহালু উপজেলা পরিষদের সভা কক্ষে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা হয়। সভায় সিদ্ধান্ত হয় ২৬ মার্চ জাতীয় অনুষ্ঠানের কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করবেন তায়েব আলী। সভায় উপস্থিত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন ব্যক্তি এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, তিনি (তায়েব আলী) পতাকা উত্তোলন করলে তাঁরা স্বাধীনতা দিবসের কর্মসূচি বর্জন ও প্রতিরোধ করবেন।
গতকালের সভায় মুক্তিযোদ্ধারা বলেন, উপজেলা প্রশাসন যদি আগামী সোমবারের মধ্যে এ সিদ্ধান্ত পরিবর্তন না করে, তাহলে পরদিন বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক নজিবর রহমান বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধা হিসেবে এটা মেনে নিতে পারি না।’
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন