17 March 2010

এবার নিজামীর দাবিঃ রাজশাহীতে ছাত্রলীগ ও পুলিশ শিবিরের ওপর হামলা করেছিল




নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১৮-০৩-২০১০


জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী দাবি করেছেন, ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশ ও ছাত্রলীগ যৌথভাবে ছাত্রশিবিরের ওপর হামলা করেছে। পরে অন্যায়ভাবে হামলার দায় শিবিরের ওপর চাপানো হয়েছে।

গতকাল বুধবার বিকেলে বড় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে নিজামী এ কথা বলেন।

নিজামী বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনার দায় অন্যায়ভাবে জামায়াত-শিবিরের ওপর চাপানো হয়েছে। অথচ পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলার শিকার হয়েছে শিবির। ঘটনার পর ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, পুলিশ বিশ্বাসঘাতকতা করেছে।

আর পুলিশ বলেছে, যত আকাম-কুকাম করেছে উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ে প্রশাসন। এ থেকেই প্রমাণিত হয়, নিজেরা ঘটনা ঘটিয়ে এখন জামায়াত-শিবিরের ওপর অন্যায়ভাবে দোষারোপ করা হচ্ছে।’
গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন নিহত হন। পরদিন তাঁর লাশ সৈয়দ আমীর আলী হল-সংলগ্ন একটি ম্যানহোল থেকে উদ্ধার করা হয়। ওই রাতে ছাত্রলীগের আরও বেশ কয়েকজন কর্মীর হাত-পায়ের রগও কেটে দেয় শিবিরের ক্যাডাররা।

নিজামী আরও বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র নিহত হওয়ার পর থেকেই আমরা ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করেছি। কিন্তু সরকার তা না করে সারা দেশে জামায়াত-শিবির উত্খাত অভিযান শুরু করেছে।’

জামায়াতের নায়েবে আমির মকবুল আহমাদ, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা, এ টি এম আজহারুল ইসলাম ও শফিকুর রহমান, ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।



খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন