নীলফামারী প্রতিনিধি | তারিখ: ১৮-০৩-২০১০
একটি মাদ্রাসায় পিওন নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে ওই মাদ্রাসার অধ্যক্ষ তাঁর দলবল নিয়ে গত সোমবার বিকেলে নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র সরকারের সরকারি বাসভবনে এসে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছেন। এ সময় তাঁরা নিয়োগসংক্রান্ত কাগজে জোরপূর্বক গৌরাঙ্গ চন্দ্রের স্বাক্ষর নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে গৌরাঙ্গ চন্দ্র সরকার তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে গত মঙ্গলবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সংশ্লিষ্টরা জানান, জলঢাকা উপজেলার খুটামারা আলিম মাদ্রাসার পিওন জয়নাল আবেদীন গত ৪ জানুয়ারি মৃত্যুবরণ করলে ওই পদে নতুন করে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হয়। এতে ১৫টি আবেদনপত্র জমা পড়ে। গত ১৫ মার্চ নীলফামারী সরকারি কলেজে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় প্রয়াত জয়নাল আবেদীনের ছেলে ওবায়দুল হক প্রথম হন। কিন্তু রেদোয়ান হোসেন নামের একজনকে নিয়োগের জন্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র সরকারের ওপর চাপ সৃষ্টি করেন মাদ্রাসার অধ্যক্ষ আকবর হোসেন হামিদী। কিন্তু তিনি রাজি না হওয়ায় ওই দিন বিকেলে দলবলসহ গৌরাঙ্গ চন্দ্রের বাসভবনে গিয়ে হামিদী নিয়োগসংক্রান্ত কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেন।
তবে খুটামারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ আকবর হোসেন হামিদী মুঠোফোনে প্রথম আলোর কাছে অভিযোগ অস্বীকার করেন।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন