নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ১৮-০৩-২০১০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজশাহী শিশু একাডেমী প্রাঙ্গণে গতকাল বুধবার শেষ হলো তিন দিনব্যাপী শিশু আনন্দ মেলা। ওই মেলায় অংশ নেওয়া একটি স্টলের নাম ছিল ‘শিশু কণ্ঠ সংসদ’। অভিযোগ পাওয়া গেছে, ইসলামী ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন ফুলকুঁড়ির আসর, প্রত্যয় শিল্পীগোষ্ঠী ও বিকল্প সাহিত্য সংসদসহ শিবির-সমর্থিত সাংস্কৃতিক সংগঠন থেকে আসা শিবিরের কয়েকজন কর্মী ভোল পাল্টে ওই সংগঠন খুলেছে। সংগঠনটির মাধ্যমে শিবিরের কর্মীরা কৌশলে প্রগতিশীল বিভিন্ন শিশু সংগঠনের কর্মীদের দলে ভেড়ানোর চেষ্টা করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিশু কণ্ঠ সংসদ প্রথমবারের মতো এবার কোনো মেলায় অংশ নেয়। মেলায় তারা নিজেদের অরাজনৈতিক ও নিরপেক্ষ শিশু সংগঠন হিসেবে পরিচয় দেয়। দায়িত্ব নিতে চায় বিনে পয়সায় শিশুদের বই প্রকাশের। সম্মানীর বিনিময়ে নিতে চায় নাটকের পাণ্ডুলিপি। এভাবে নানা কৌশলে শিশুদের তাদের সংগঠনে ভেড়াচ্ছে। তাদের স্টলের ব্যানারে লেখা ছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু আনন্দ মেলা ও প্রদর্শনী-২০১০।
স্টলের বেশির ভাগ বই ছিল বঙ্গবন্ধুকে নিয়ে লেখা। শিশু কণ্ঠ সংসদের উপদেষ্টা শোয়াইব হোসাইন ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিকল্প সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পরিচালক ছিলেন। বর্তমানে তিনি রাজশাহী ফুলকুঁড়ির আসরের উপদেষ্টা এবং ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠান রাজশাহী সংস্কৃতি কেন্দ্রের সহকারী পরিচালক। স্টলের ব্যানারে ‘জাতির জনক’ শব্দ লেখা এবং বঙ্গবন্ধুর ওপরে বই-পুস্তক রাখার ব্যাপারে শোয়াইব হোসাইন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের ইতিহাস নতুন প্রজন্মকে জানানোর উদ্দেশেই তাঁরা এগুলো রেখেছেন। শিশুরাই আগামী দিনের ভবিষ্যত্। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারছে।
জামায়াত তো অনেক সময় মুক্তিযুদ্ধকেই স্বীকার করে না। সেই ক্ষেত্রে কীভাবে আপনারা এসব বই-পুস্তক রাখছেন জানতে চাইলে শোয়াইব বলেন, ‘আগে মুক্তিযুদ্ধকে স্বীকার করত না শুনেছি। কিন্তু এখন তারা স্বীকার করে।’ প্রগতিশীল সংগঠনের শিশুদের বই-পুস্তক প্রকাশে সহযোগিতা করা এবং সম্মানী দিয়ে নাটকের পাণ্ডুলিপি নেওয়ার ব্যাপারে জানতে চাইলে শোয়াইব বলেন, আসলে দেশকে নিয়ে শিশুদের কিছু কাজ হোক, ওরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হোক এই উদ্দেশ্যেই এগুলো করা হচ্ছে।
শিশু কণ্ঠ সংসদের সভাপতি কে জানতে চাইলে শোয়াইব রাজশাহী থেকে প্রকাশিত একটি দৈনিকের সম্পাদক তসিকুল ইসলাম বকুলের নাম বলেন। এ ব্যাপারে ওই সম্পাদকের সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘আমি কোনো সংগঠনের সঙ্গে জড়িত নই।’ এ ব্যাপারে আবার শোয়াইব হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো তা-ই শুনেছিলাম।’
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন