15 March 2010

নিউইয়র্কে আইনমন্ত্রীঃ লস্কর-ই-তাইয়েবার সঙ্গে জামায়াতের সম্পর্ক রয়েছে




নিউইয়র্ক প্রতিনিধি | তারিখ: ১৫-০৩-২০১০

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ‘জামায়াতপন্থীদের জাতিসংঘের সামনে বিক্ষোভ করে কোনো লাভ হবে না। যুদ্ধাপরাধের জন্য তাঁদের বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে। বাংলাদেশের জামায়াতে ইসলামীর সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সম্পর্ক রয়েছে।’

নিউইয়র্কে প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় আইনমন্ত্রী এসব কথা বলেন। নিউইয়র্ক শহরের জ্যামাইকাতে গতকাল শনিবার ওই সভা অনুষ্ঠিত হয়।

আইনমন্ত্রী আরও বলেন, পঞ্চম সংশোধনী বাতিলের পর জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আর রাজনীতি করতে পারবে না। বিষয়টি নিয়ে সরকার আদালতের ব্যাখ্যার অপেক্ষায় রয়েছে। এরপর নির্বাচন কমিশনের কাছ থেকে জামায়াত আর নিবন্ধন পাবে না।

এদিকে ২৬ মার্চের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া শুরু হবে বলে মন্ত্রী জানান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ বিচারের জন্য সব অবকাঠামোগত প্রস্তুতি শেষ হয়েছে। তিনজন বিচারকের সমন্বয়ে স্পেশাল ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন