নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ১৫-০৩-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হামলা ও ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যার ঘটনায় পৃথক দুটি মামলার নির্ধারিত তারিখে গতকাল রোববার জামায়াত-শিবিরের ৩৭ জন নেতা-কর্মীকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ৩৬ জনের জামিনের আবেদন আদালত নামঞ্জুর করে তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ফারুক হত্যা মামলায় ১১ জন এবং বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ছাত্রলীগের কর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২৬ জন আসামিকে গতকাল রাজশাহী মহানগর বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবী মহানগর জামায়াতের আমির আতাউর রহমানকে বাদ দিয়ে বাকি ৩৬ জনের জামিনের আবেদন জানান। বিচারক জিয়াউর রহমান এ আবেদন নামঞ্জুর করে তাঁদের সবাইকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ ৩০ ও ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন