4 March 2010

রাজশাহী বিশ্ববিদ্যালয়ঃ ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় শিবিরকর্মীসহ দুজন গ্রেপ্তার




দিনাজপুর অফিস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০৪-০৩-২০১০


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় ছাত্রশিবিরের একজন কর্মীসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিবিরকর্মী মো. আসলামুজ্জামান (২৩) ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী নাসির হোসেন।

দিনাজপুর জেলার বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আমিনুল ইসলাম জানান, আসলামুজ্জামান ওই হামলার ঘটনায় মতিহার থানায় করা ২১ নম্বর মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তিনি বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের তিলনা গ্রামের বাসিন্দা। মঙ্গলবার গভীর রাতে গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সকালে পুলিশ প্রহরায় তাঁকে রাজশাহী পাঠানো হয়েছে।

রাজশাহীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে নাসির হোসেনকে গ্রেপ্তার করা হয়। বিশ্ববিদ্যালয়ে গত ৮ ফেব্রুয়ারি রাতে হামলার ঘটনায় পুলিশের পক্ষে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নাসির বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী। তিনি ফার্মেসি বিভাগে কাজ করেন।

১৬২ জনকে আদালতে হাজির
আমাদের নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহামন ও সেক্রেটারি আবুল কালাম আজাদসহ জামায়াত-শিবিরের ১৬২ নেতা-কর্মীকে গতকাল আদালতে হাজির করা হয়। আসামিদের মধ্যে শামসুল, জিয়া, ওয়াহাব, আবদুস সালাম, আসাদুল, ফাহিম ও মোসলেহ উদ্দিনকে রাজশাহী মহানগর হাকিমের আদালতের এজলাসে হাজির করা হয়। অন্যদের আদলত চত্ব্বরে প্রিজন ভ্যানে বসিয়ে রেখেই গণনা করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য পাঁচ আসামিকে পরীক্ষার কারণে আদালতে হাজির করা হয়নি।

মামলার মূল নথি না থাকায় বিচারক আমিরুল ইসলাম ৪ এপ্রিল পরবর্তী হাজিরার তারিখ নির্ধারণ করেছেন।
গত ৮ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলা চালান ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। হামলায় নিহত হন ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন এবং আহত হন ছাত্রলীগের অর্ধশত নেতা-কর্মী ও কয়েকজন পুলিশ।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন