4 March 2010

ছাত্রলীগের পিটুনিতে শিবিরের কর্মী আহত




নিজস্ব প্রতিবেদক, খুলনা | তারিখ: ০৪-০৩-২০১০


খুলনা মহানগরের দৌলতপুর এলাকায় গতকাল বুধবার ছাত্রলীগের পিটুনিতে কামরুল নামে এক যুবক আহত হয়েছেন। কামরুল ছাত্রশিবিরের খুলনা বিএল কলেজ শাখার কর্মী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস প্রথম আলোকে জানান, বিএল কলেজের বাংলা বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র কামরুল বেলা ১১টার দিকে কলেজ ক্যাম্পাসের পাশে লঞ্চঘাটে বসে চা-পান করছিলেন। সেখানে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রলীগের কর্মীরা তাঁকে মারধর করেন। আহত অবস্থায় তাঁকে পুলিশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন