নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ | তারিখ: ০৫-০৩-২০১০
কিশোরগঞ্জ শহরে গতকাল বৃহস্পতিবার পুলিশের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে জেলা জামায়াতের দুই নেতাকে আটক করা হয়েছে। তাঁরা হলেন সংগঠনটির জেলা সেক্রেটারি মো. রমজান আলী ও প্রচার সম্পাদক মো. আজিজুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দলীয় নেতা-কর্মীদের ওপর সারা দেশে হামলা ও নির্যাতনের প্রতিবাদে দুপুরে শহরের বড় বাজার থেকে জেলা জামায়াত বিক্ষোভ মিছিল বের করে। শহরের গৌরাঙ্গবাজারের পশ্চিম দিকে আসার পথে পুলিশ মিছিলটি ধাওয়া করে। মিছিলকারীরাও পুলিশকে পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, জামায়াতে ইসলামী মিছিল করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা পুলিশের গায়ে হাত তোলে, ধাক্কাধাক্কি করে এবং কর্তব্য কাজে বিঘ্ন সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ জেলা জামায়াতের সেক্রেটারি রমজান আলী ও প্রচার সম্পাদক আজিজুল হককে আটক করে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন