4 March 2010

সেই শিক্ষককে এবার অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে




নাটোর প্রতিনিধি | তারিখ: ০৫-০৩-২০১০


নাটোরে গ্রেপ্তার হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষককে এবার অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার হওয়া ওই শিক্ষক গত বুধবার জামিন পেলে তাঁকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

নাটোর সদর থানা সূত্রে জানা যায়, শহরের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আবদুল্লাহ আল মামুনকে বুধবার নাটোরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে নেওয়া হয়।

আদালত তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। পরে ওই শিক্ষকের আত্মীয়স্বজন কারাগারে গেলে তাঁদের জানানো হয়, আবদুল্লাহ আল মামুনকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন