গোপালগঞ্জ প্রতিনিধি | তারিখ: ০২-০৩-২০১০
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোলায়মান গাজীকে (৫০) গত রোববার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোটালীপাড়া থানা সূত্রে জানা গেছে, সন্দেহজনক আচরণের কারণে স্থানীয় লোকজন সোলায়মান গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার দেখায়। গতকাল দুপুরে গোপালগঞ্জের মুখ্য বিচারিক হাকিমের আদালতে নেওয়া হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
সোলায়মান গাজীর ভাই সামাদ গাজী অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু লোক তাঁর ভাইকে ধরে পুলিশে দেয়। তবে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র ওয়াহেদুল ইসলাম জানান, স্থানীয় জনতা সোলায়মান গাজীকে ধরে পুলিশে দিয়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগের সমর্থক থাকতে পারে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, সোলায়মান গাজীর বিরুদ্ধে অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন