রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০৩-০৩-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনকে হত্যা এবং ছাত্রলীগের ওপর হামলার ঘটনায় গত সোমবার ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা ও জিয়াউর রহমান হলে শিবিরের কক্ষ থেকে গত রোববার পাঁচ হাজারেরও বেশি জিহাদি বই ও হলের ছাত্রলীগের কর্মীদের নামের তালিকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রবীন্দ্রকলা ভবন থেকে শিবিরের কর্মী জাহাঙ্গীর আলম ও রাজীব হোসেনকে আটক করা হয়। তাঁরা আইন ও বিচার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া বিকেলে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল থেকে ফলিত গণিত বিভাগের বিদুষ চন্দ্র সরকারকে ছাত্রলীগের কর্মীরা আটক করে হল প্রাধ্যক্ষের মাধ্যমে পুলিশে দেন। ওই হলের ছাত্রলীগের কর্মীরা জানান, বিদুষ হলের শিবিরের ক্যাডার আজমের নিয়ন্ত্রিত ৪৭০ নম্বর কক্ষ থেকে মালামাল বাইরে নিয়ে যাচ্ছিল। তখন তাঁকে আটক করা হয়। পরে হল প্রশাসন ওই কক্ষ থেকে বেশ কিছু জিহাদি বই ও কাচের বোতল উদ্ধার করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন আবাসিক হলে তল্লাশি ও তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন