নিজস্ব প্রতিবেদক, রাজশাহী | তারিখ: ১৩-০৩-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার অন্যতম আসামি শিবির ক্যাডার ইকরাম হোসাইন গতকাল শুক্রবার রাজশাহী মহানগর হাকিম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। গতকাল সন্ধ্যায় বিচারক জিয়াউর রহমান তাঁর এ জবানবন্দি রেকর্ড করেন।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুর আড়াইটার দিকে ইকরামকে আদালতে নেওয়া হয়। এরপর সন্ধ্যা পৌনে ছয়টা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত বিচারক তাঁর জবানবন্দি নেন। এরপর তাঁকে কারাগারে পাঠানো হয়। সূত্র জানায়, ইকরাম ঢাকায় র্যাবের কাছে যে ধরনের কথা বলেছেন, গতকাল আদালতে স্বীকারোক্তিতেও তিনি একই কথা বলেছেন।
রাবির সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকরাম হোসাইনকে গত রোবরার রাতে র্যাব-১-এর সদস্যরা সাভারের কালামপুর এলাকা থেকে গ্রেপ্তার করেন।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন