রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ১৩-০৩-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ছাত্রশিবিরের নিয়ন্ত্রিত কয়েকটি কক্ষে অভিযান চালিয়ে পুলিশ এবার পরীক্ষার তিনটি খাতাসহ দুই শতাধিক জিহাদি বই ও ছাত্রলীগ কর্মীদের নামের তালিকা উদ্ধার করেছে। হল প্রশাসনের উপস্থিতিতে বৃহস্পতিবার রাতে দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়ে মতিহার থানার পুলিশ এসব উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার সকালে ওই হলের ছাত্রশিবিরের নিয়ন্ত্রিত দুটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি রামদা, কয়েক শ জিহাদি বইসহ বেশ কিছু লোহার রড উদ্ধার করে পুলিশ। এর আগে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ছাত্রশিবিরের নিয়ন্ত্রিত কক্ষে তল্লাশি চালিয়েও পরীক্ষার খাতা উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুসতাক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রামদা ও জিহাদি বই রাখার সঙ্গে জড়িত ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মতিহার থানার উপপরিদর্শক এস এম রকিবুল হক বলেন, অস্ত্র, জিহাদি বই ও পরীক্ষার খাতা রাখায় জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন