31 March 2010

ফারুক হত্যা মামলাঃ পলাতক দুই আসামির পরীক্ষার ফরম পূরণ!




রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০১-০৪-২০১০


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন হত্যা মামলার পলাতক দুই আসামি সংশ্লিষ্ট বিভাগে উপস্থিত না হলেও তাঁদের সম্মান চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফরম পূরণ হয়েছে। শিবিরের এই দুই নেতা-কর্মীর ফরম বিভাগের জামায়াতে ইসলামীপন্থী শিক্ষক-কর্মচারীরা পূরণ করে দিয়েছেন বলে সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

জানা গেছে, ফারুক হত্যা মামলার আসামি খালিদ হোসেন ও মশিউর রহমান বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র। খালিদ বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক এবং মশিউর রহমান সংগঠনের কর্মী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আওয়াল কবির জানান, পরিসংখ্যান বিভাগের সাধারণ শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার তাঁদের কাছে অভিযোগ করেছেন, খালিদ ও মশিউরের পরীক্ষার ফরম পূরণ করা হয়েছে অথচ দুজনের কেউই বিভাগে আসেননি এবং পরীক্ষা দেওয়ার জন্য ক্লাসে প্রয়োজনীয় সংখ্যক উপস্থিতি তাঁদের নেই। বিভাগের জামায়াতপন্থী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা গোপনে ওই দুজনের ফরম পূরণ করে দিয়েছেন বলে তাঁরা অভিযোগ করেন। সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি বিভাগীয় প্রধান ও অন্য শিক্ষকদের জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করে নিজ হাতে পূরণ করে জমা দিতে হয়। খাতায় স্বাক্ষর করে এই ফরম নিতে হয়। কিন্তু খাতায় খালিদ ও মশিউরের স্বাক্ষর নেই।

খালিদ ও মশিউরের স্বাক্ষর না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন পরিসংখ্যান বিভাগের সভাপতি আনজুম আরা বেগম। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে বিভাগের কোনো শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন