নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১১-০৩-২০১০
ইসলামি রাজনীতিকে মৌলবাদ না বলতে ও জঙ্গিবাদ তালাশ থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী। দলের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী বলেছেন, কেবল পাগল ও শিশুই ধর্মনিরপেক্ষতাবাদের কথা তুলে ধরতে পারে।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহানগর জামায়াত আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে জামায়াতের এই দুই নেতা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে নিজামী বলেন, ‘রাজনৈতিক নেতৃত্ব আর ধর্মীয় নেতৃত্বের মধ্যে বিভাজন সুন্নত পরিপন্থী। আমাদের বন্ধুরা বলেন, তাঁরা খোলাফায়ে রাশেদিনের ইসলাম চান, মহানবী (সা.)-এর ইসলাম চান। মওদুদীর ইসলাম চান না। কিন্তু আমরা মওদুদীর আলাদা ইসলাম আছে বলে জানি না। মাওলানা মওদুদী বা অন্য যাঁরা ইসলাম প্রতিষ্ঠার কাজ করছেন, তাঁরা কোনো ব্যক্তির নামে ইসলামের নাম রাখেননি।’
মহানবী (সা.) ও খোলাফায়ে রাশেদিনের ইসলাম প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের প্রতি ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন, ‘আমরা এই বক্তব্যকে স্বাগত জানাই। এটা করতে হলে ইসলামি রাজনীতিকে মৌলবাদ বলা যাবে না, ইসলামি আদর্শের মধ্যে জঙ্গিবাদ তালাশ থেকে বিরত থাকতে হবে, ইসলামি বই-পুস্তককে জঙ্গিবাদী পুস্তক বলা যাবে না, ইসলামি রাজনীতি বন্ধ করা থেকে বিরত থাকতে হবে।’
দলীয় নেতা-কর্মীদের মনোবল ধরে রাখার পরামর্শ দিয়ে নিজামী বলেন, ‘বিপদ, আপদ, মসিবত ও প্রতিবন্ধকতা কোনো খারাপ লক্ষণ নয়, এটা হকের ওপর থাকার সার্টিফিকেট।...বাংলাদেশে যারা ইসলামি আন্দোলনের বিরোধিতা করছে, তারা কায়েমি স্বার্থবাদী।’
জামায়াতের নায়েবে আমির (সহসভাপতি) দেলাওয়ার হোসাইন সাঈদী বলেন, ধর্ম ও রাষ্ট্র আলাদা—মোনাফেক ছাড়া কোনো মুসলমান এ কথা বলতে পারে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বাজে কথা। শিশু ও পাগলরাই ধর্মনিরপেক্ষতার কথা তুলে ধরতে পারে। এ ছাড়া কেউ ধর্মনিরপেক্ষতার কথা বলতে পারে না।’
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার প্রতি ইঙ্গিত করে সরকারের উদ্দেশে সাঈদী বলেন, ‘ইসলামি আন্দোলনের ওপর হাত দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশের কোনো মুসলমান ঘরে বসে থাকবে না।’
সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান বলেন, ইসলামি আন্দোলনের নেতৃত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য নূরুল ইসলাম, আবদুল হালিম, মশিউর রহমান প্রমুখ আলোচনা সভায় বক্তব্য দেন।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন