কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী দলের প্রচারপত্র ও সদস্য সংগ্রহ কাজে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও নারীদের ব্যবহার করছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রবিবার কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া এলাকায় অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জামায়াতের ৯০টি পুস্তিকা ও সহযোগী সদস্য ফরম উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও কয়েকটি গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, নগুয়ার ছাহেরা মাহমুদ আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী সুরাইয়া জাহান জেমি গত কয়েক দিন ধরেই ওই স্কুলের শিক্ষার্থীদের কাছে মতিউর রহমান নিজামীর মজলিসে শুরার উদ্বোধনী ভাষণ নামে একটি পুস্তিকা বিলি করছিল। গতকাল বিষয়টি স্কুলের শিক্ষকদের নজরে আসে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলি বসাক জানান, শিশুটি বার বার ক্লাস থেকে বের হয়ে কী যেন বিলি করছিল। বিষয়টি সন্দেহ হলে শিক্ষকরা তার ব্যাগ তল্লাশি করে বেশ কিছু পুস্তিকা ও জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম দেখতে পান। এ সময় স্কুলের অন্য শিক্ষার্থীরা জানায়, কয়েকদিন ধরে জেমি তাদের কাছে এসব বই বিলি করছিল। শিক্ষকদের জিজ্ঞাসাবাদে জেমি জানায়, তার চাচা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাও. তৈয়বুজ্জামান বইগুলো বিলি করতে দিয়েছেন। শিশুটির বাবা মৃত শাহজাহান এবং মা মোছা. সুলতানা জাহান। তাদের বাসা নগুয়া জেলা জামায়াতের অফিসের পেছনে।
এ ঘটনার পর শিশুটিকে নিয়ে গা ঢাকা দিয়েছেন তার মা সুলতানা জাহান। বাসায় গিয়ে দেখা যায় দরজায় তালা। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সুলতানা জাহানের মোবাইল ফোন রিসিভ করেন আব্দুল মতিন নামে এক ব্যক্তি। তিনি নিজেকে একজন আইনজীবী ও জাহানের ঘনিষ্ঠজন দাবি করে বলেন, তিনি (জাহান) মোবাইল ফোন রেখে বাইরে গেছেন।
ছাহেরা মাহমুদ আরিফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা ইসলাম জানান, এ ঘটনার পর শিশুটির মা সুলতানা জাহানকে স্কুলে ডেকে আনা হয়। তিনি জানান, স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে শিশুটিকে স্কুল থেকে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে বের করে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ওই স্কুলে যায়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন ওই স্কুল থেকে ৯০টি বই ও ১১টি সদস্য ফরম উদ্ধার করার কথা স্বীকার করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যোগাযোগ করা হলে জেলা জামায়াতের সাবেক আমির মাও. তৈয়বুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, 'এ ব্যাপারে আমি কিছুই জানি না।'
http://www.dailykalerkantho.com/?view=details&type=single&pub_no=98&cat_id=1&menu_id=14&news_type_id=1&news_id=37916
No comments:
Post a Comment
মন্তব্য করুন