রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | তারিখ: ০৩-০৩-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে ইসলামী ছাত্রশিবির নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জিহাদি বই, ককটেল, রড ও অন্যান্য ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের নামের তালিকা উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনের উপস্থিতিতে মতিহার থানার পুলিশ এ তল্লাশি অভিযান চালায়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এসএম হলের ১০৭, ২৩৯ ও ২২১ নম্বর কক্ষ থেকে মোট পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। ১১৪, ১২৮, ২০১, ২২১, ২২৮, ৩০৩, ৩৪২ ও ৩৫১ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয় তিন হাজারের অধিক জিহাদি ও ইসলামি বই, সাত-আটটি রড, চাঁদা আদায়ের রসিদ এবং ছাত্রলীগের নেতা-কর্মীদের নামের তালিকা। ২৩২ নম্বর কক্ষে পাওয়া যায় চারটি টেলিফোন সেট। তল্লাশি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব কক্ষ সিলগালা করে দিয়েছে।
শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দুলাল চন্দ্র রায় ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুসতাক আহমেদ বলেন, হলে ককটেল, রড ও জিহাদি বই রাখার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন খান বলেন, এসব রাখার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন