নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৩-০৩-২০১০
‘ধৈর্যেরও একটা সীমা আছে। ...এভাবে যদি অরাজক অবস্থা চলতে থাকে, মিছিল-মিটিংয়ে বাধা দেওয়া হয়, আইনের শাসন গুঁড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রকৃতির নিয়মের মতো বাঁধ ভেঙে পানি উপচে পড়বে।’
গতকাল মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত ‘বন্দী মুক্তি দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ এ কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের আক্রমণে ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার পর জামায়াত ও শিবিরের যেসব নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন, তাঁদের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সারা দেশে এ কর্মসূচি পালনে পুলিশ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বাধা দিচ্ছে বলে দাবি করেন মুজাহিদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের হামলায় ছাত্রলীগের কর্মী নিহত হওয়ার অভিযোগ অস্বীকার করে মুজাহিদ একে ষড়যন্ত্র, মিথ্যা ও উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর রাজনীতি বলে আখ্যা দেন।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম, মুজিবুর রহমান প্রমুখ সভায় বক্তব্য দেন। সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম খান।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন