9 February 2010

পাবনায় শিবিরের দুটি ছাত্রাবাসে আগুন


পাবনা অফিস | তারিখ: ১০-০২-২০১০

পাবনা শহরের রাধানগর ও শালগাড়ীয়া এলাকার ইসলামী ছাত্রশিবিরের দুটি ছাত্রাবাসে গতকাল মঙ্গলবার রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একটি ছাত্রাবাস সম্পূর্ণ এবং অপরটি আংশিক ভস্মীভূত হয়েছে। ছাত্রাবাস দুটিতে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা থাকতেন বলে শিবির ও এলাকাবাসী দাবি করেছে। গত সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডারদের হামলায় ফারুক হোসেন (২৫) নামের ছাত্রলীগের একজন কর্মী নিহত হওয়ার পর এ ঘটনা ঘটল।

একাধিক প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত সাড়ে নয়টার দিকে ৫০-৬০ জনের একদল যুবক লাঠিসোটা নিয়ে আচমকা রাধানগর এলাকার শিবিরের ছাত্রাবাস হিসেবে পরিচিত ‘ছাফিয়া ছাত্রাবাস’ এবং পাশের শালগাড়ীয়া এলাকার নাহার ছাত্রাবাসে হামলা চালায়। তারা ছাত্রাবাসের ছাত্রদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। এ সময় ছাত্ররা দৌড়ে পালিয়ে গেলে যুবকেরা ছাত্রাবাস দুটিতে আগুন লাগিয়ে চলে যায়।
পাবনার ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর একটি দল প্রথমে রাধানগরে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ছাফিয়া ছাত্রাবাসের আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে ছাফিয়া ছাত্রাবাসের সাতটি কক্ষ পুরো ভস্মীভূত হয়। পরে দমকল বাহিনীর দল শালগাড়ীয়া এলাকায় গিয়ে নাহার ছাত্রাবাসের আগুন নিয়ন্ত্রণে আনে। সেখানে শুধু কিছু বইখাতা পুড়েছে।

ছাত্রশিবিরের পাবনা শহর শাখার সভাপতি মো. সাইদুল ইসলাম জানান, ছাত্রাবাস দুটিতে শিবিরের কর্মীরা থাকতেন। ছাত্রলীগের কর্মীরা প্রতিশোধ নিতে ছাত্রদের মারধর করে ছাত্রাবাস দুটিতে আগুন দেন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডারদের হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের হত্যার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মীরা রাতে পাবনা শহরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সভা করছিল। তখন সাধারণ শহরবাসীর মতোই ছাত্রাবাস দুটিতে আগুন লাগার খবর পাই আমরা।’ তিনি দাবি করেন, অগ্নিকাণ্ডের সঙ্গে ছাত্রলীগের কোনো যোগসূত্র নেই। ছাত্রলীগকে হেয় করতে শিবিরের নেতারা নিজেরাই ছাত্রাবাসে আগুন লাগিয়ে ছাত্রলীগকে দোষ দিচ্ছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি।


খবরের লিংক

No comments:

Post a Comment

মন্তব্য করুন