নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১০-০২-২০১০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের হাতে ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের মৃত্যুর ঘটনায় বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করেছে। সংগঠনের নেতারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল মঙ্গলবার কর্মসূচিও পালন করেছে বিভিন্ন সংগঠন। ঘটনার প্রতিবাদ জানিয়ে পৃথক বিবৃতি দেন বিভিন্ন সংগঠনের নেতারা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবিরের নারকীয় হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এর মাধ্যমে অপশক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে।
জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে সমাবেশে মফিদুল হক, গোলাম কুদ্দুছ প্রমুখ বক্তব্য দেন।
ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী বিবৃতিতে বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের এ নারকীয় হত্যাকাণ্ড ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার কথা মনে করিয়ে দেয়। তাঁরা বলেন, এ ঘটনার সময় প্রশাসনের নীরব ভূমিকা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রলীগ আজ বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।
এ ছাড়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাতীয় গণতান্ত্রিক লীগ, নারী মুক্তি আন্দোলন, মুক্তিযোদ্ধা আইনজীবী পরিষদ, দক্ষিণ বাংলা যুব কল্যাণ সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বিবৃতিতে শিবির ক্যাডারদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন