নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১০-০২-২০১০
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিবিরের নেতা-কর্মীদের খুঁজতে ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার রাতভর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তল্লাশি চালিয়েছেন। তাঁরা হলগুলোর ছাত্রশিবির চিহ্নিত কক্ষে গিয়ে শিবিরের নেতা-কর্মীদের খুঁজতে থাকেন। যেসব কক্ষে তালা মারা ছিল সেগুলো ভেঙে কক্ষে প্রবেশ করেন তাঁরা।
ছাত্রলীগের নেতা-কর্মীরা কক্ষগুলো থেকে শিবিরের বই, লিফলেট, পোস্টার, ক্যালেন্ডারসহ শিবিরের নামসংবলিত যে সব জিনিসপত্র পেয়েছেন, তা নিচে ফেলে পুড়িয়ে দেন। সেই সঙ্গে দুটি কক্ষের কম্পিউটার ভাঙা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডারদের হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের হত্যার ঘটনায় ছাত্রলীগ এ ঘটনা ঘটায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী রাত নয়টার দিকে বুয়েটের শহীদ স্মৃতি হলে যান। এরপর তাঁরা একে একে বিশ্ববিদ্যালয়ের নজরুল ইসলাম হল, আহসানউল্লাহ হল, তিতুমীর হল, সোহরাওয়ার্দী হল ও শেরেবাংলা এ কে ফজলুল হক হলে যান। এসব হলের শিবির চিহ্নিত বিভিন্ন কক্ষে গিয়ে শিবিরের বই, লিফলেট, পোস্টার, ক্যালেন্ডার নিচে ফেলে পুড়িয়ে দেন তাঁরা। তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতিমূলক ছুটি চলায় বেশির ভাগ শিক্ষার্থী হলে ছিলেন না। শিবিরের কোনো নেতা-কর্মীকেও খুঁজে পায়নি ছাত্রলীগ।
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু রায়হান রাত একটার দিকে সাংবাদিকদের বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডারদের হামলায় ছাত্রলীগের কর্মী ফারুক হোসেনের হত্যার প্রতিবাদে ভোর চারটার মধ্যে বুয়েটকে ছাত্রশিবিরমুক্ত করব।’
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন