খুলনা প্রতিনিধি | তারিখ: ১০-০২-২০১০
খুলনা শহরে গতকাল মঙ্গলবার ছয়টি সড়ক আটকে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শহরের শিববাড়ী মোড়ের দক্ষিণে কেডিএ এভিনিউয়ে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়। এতে শিববাড়ী মোড়ে ছয়টি সড়কের সংযোগ মুখ আটকে যায়। শুধু খুলনা-যশোর সড়কটি খোলা থাকলেও সেখানে হেঁটে চলাও কঠিন হয়ে পড়ে। গোটা নগরে দেখা দেয় যানজট।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের ব্যাপারে তিনি দাবি করেন, এই সফরে স্বাক্ষরিত চুক্তি বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
জামায়াতের আমির দাবি করেন, সমুদ্রবন্দর ব্যবহার করতে দিলে বাংলাদেশ ভারতের চারণভূমিতে পরিণত হবে। এতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব গুরুতর হুমকির মুখে পড়বে।
খবরের লিংক
No comments:
Post a Comment
মন্তব্য করুন